নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।
টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।
বাংলাদেশের বড় সংগ্রহের পেছনে মূল অবদান অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরি। সোহান ১০১ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অঙ্কন ১০৮ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় করেন ১০৫ রান। ওপেনার মোহাম্মদ নাঈম ৪০ ও এনামুল হক বিজয় ৩৯ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন।
ব্যাট হাতে বড় সংগ্রহ গড়ার পর বল হাতে জ্বলে উঠেন বাংলাদেশের বোলাররাও। কিউইদের শুরুটা ভালো হলেও মাঝপথে ধস নামে। ওপেনার ডেলে ফিলিপস ৫৪ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু তাকে ফিরিয়ে দিয়ে কিউইদের ছন্দ ভেঙে দেন শরিফুল। এরপর একে একে সাজঘরে ফেরেন অন্যান্য ব্যাটাররাও।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন ১০ ওভারে ৫০ রান দিয়ে নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন নেন ২টি করে উইকেট, আর রেজাউর রহমান রাজা শিকার করেন ১টি উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে শেষদিকে ক্রিস্টিয়ান ক্লার্ক কিছুটা প্রতিরোধ গড়েন। তিনি ৩৬ বলে ৬টি চার মেরে অপরাজিত ৩৯ রান করেন। তবে দলকে হার এড়াতে পারেননি।
সিরিজের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডকে পাত্তা দেয়নি বাংলাদেশ। সেই ম্যাচে কিউইরা উইকেট নিয়ে প্রশ্ন তুললেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটে-বলে দাপটের পর আর কোনো অজুহাতের জায়গা ছিল না।
এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ এ দল।
সম্পাদক - হুসনে মোবারক
প্রকাশক - মো: ইশতিয়াক আহমেদ