আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ও অন্তর্বতী সরকার প্রধানের বাসভবন যমুনার দিকে যাওয়ার রাস্তায় মোড়ে পুলিশ ও ছাত্র-জনতা মুখোমুখি অবস্থান নিয়েছে।
শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে এমন চিত্র দেখা গেছে।দেখা যায়, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যমুনায় যাওয়ার সকল পথ আটকে দিয়েছে ব্যারিকেট দিয়ে। কাকরাইল, মিন্টু রোড (ডিএমপি), ইস্কাটনের সকল প্রবেশ পথ বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্র-জনতা অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এলাকা।
এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে ‘এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলে ছাত্র-জনতা যমুনা অভিমুখী যাওয়ার সিদ্ধান্ত নেয়। সামনে এগিয়ে এলে, পুলিশের ব্যারিকেড থাকায় সেখানে বসে পড়েছে ছাত্র-জনতা।