বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ, নৈতিক দায়িত্ববোধের সঙ্গে কাজ করা সাংবাদিকদের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ হই।”
তিনি বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁদের কাজকে রক্ষা করতে হবে, দমন বা সেন্সর করা যাবে না। অথচ বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ধারাবাহিকভাবে অবক্ষয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের দাবি, ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। এমন সময়েও অনেক সাহসী সাংবাদিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং আর্থসামাজিক ব্যর্থতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোকপাত করেছেন।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এমন সাংবাদিকতা থেকে অনুপ্রেরণা নেয়, যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখে। আমরা এমন বস্তুনিষ্ঠ প্রতিবেদনকে সম্মান করি, যা আমাদের অবস্থানের বিরুদ্ধেও যেতে পারে।”
তারেক রহমানের এই পোস্টে রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৪৯ হাজার প্রতিক্রিয়া, ৭ হাজার ৪০০টি শেয়ার এবং সাড়ে ৪ হাজার মন্তব্য দেখা গেছে। অনেকেই তার বক্তব্য ও অবস্থানের প্রশংসা করেছেন।
তিনি আরও বলেন, “যদি আমরা একটি টেকসই গণতন্ত্র চাই, তাহলে সাংবাদিকতার সততা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আসুন, সব ভেদাভেদ ভুলে একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করবে।”