বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান। সম্প্রতি বিসিবি তাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেয়, যা ক্রিকেট অঙ্গনে কিছুটা চমক হিসেবেই দেখা হচ্ছে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে এই সংস্করণে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। আর এই মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের জন্য সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়।
জাতীয় দলে নিয়মিত মুখ হলেও নেতৃত্বে মেহেদীর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে ঘরোয়া ক্রিকেটে এক দশকের বেশি সময় ধরে খেলে আসা এই অলরাউন্ডার এরই মধ্যে দলের নির্ভরযোগ্য সদস্যে পরিণত হয়েছেন। এখন পর্যন্ত ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩৬২ রান করেছেন তিনি। তার বোলিং ইকোনমি রেট মাত্র ৬.৫৩।
নতুন দায়িত্ব পেয়ে মেহেদী বলেন, “আলাদা কোনো অনুভূতি নেই। তবে দেশের হয়ে এমন সুযোগ সচরাচর সবাই পায় না। গর্ব তো অবশ্যই হচ্ছে।” খুলনা থেকে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, আগে কখনো নেতৃত্ব নিয়ে ভাবেননি, তবে সবসময় খেলায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “মেহেদীর অভিজ্ঞতা, কৌশলগত চিন্তাধারা এবং ম্যাচে অংশগ্রহণের ধরন দেখে নির্বাচক ও কোচরা তাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করেছেন।”
মেহেদী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এটা একটা বড় দায়িত্ব। তবে আমি বা অন্য কেউ অধিনায়ক হলাম কি না, সেটা মুখ্য নয়। দলের পারফরম্যান্সই আসল।”
বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া মেহেদী এখন চোখ রাখছেন আসন্ন সিরিজগুলোর দিকে। বিসিবির সিদ্ধান্তেই নিজের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদক - হুসনে মোবারক
প্রকাশক - মো: ইশতিয়াক আহমেদ