ঢাকাMonday , 5 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

Link Copied!

 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।

রবিবার (৪ মে) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা। মিছিলে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাসনাত হাসনাত’, ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন’, ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’—এমন নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে পুনরায় রূপায়ন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, “হাসনাত আব্দুল্লাহর ওপর এই বর্বর হামলা শুধু একজন নেতার ওপর নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত। আমরা প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন তুলি—কার স্বার্থে এই নিরবতা?”

ঢাকা মহানগর এনসিপির সভাপতি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

  1. নেতারা আরও জানান, হামলার বিচার না হলে দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।