ঢাকাSunday , 4 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

ন্যূনতম ঐকমত্যে পৌঁছেই নির্বাচনের আহ্বান ১২ দলীয় জোটের

Link Copied!

 

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা ন্যস্ত হওয়া উচিত এবং এই লক্ষ্য বাস্তবায়নে সময়ক্ষেপণ করা অনুচিত।

আজ রোববার (৪ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তাঁর নেতৃত্বে বৈঠকে জোটের আরও ১১ জন নেতা অংশগ্রহণ করেন।

বৈঠকে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো—জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান। এটা যেন আর বিলম্বিত না হয়।’ তিনি আরও বলেন, ন্যূনতম একটি ঐকমত্য গড়ে তুলতে পারলেই পরবর্তীতে অবশিষ্ট মতপার্থক্য বা অনৈক্য সংশোধন করা সম্ভব।

তিনি মতবিরোধ ও দ্বিধাদ্বন্দ্বকে গণতন্ত্রের স্বাভাবিক ও সৌন্দর্যমণ্ডিত দিক হিসেবে উল্লেখ করে বলেন, ‘এখানেই গণতন্ত্রের উৎকর্ষতা।’

কমিশনের কার্যক্রমের প্রশংসা করে মোস্তফা জামাল বলেন, যুগের পর যুগ ধরে রাষ্ট্র কাঠামোতে জমে থাকা অসঙ্গতি ও অব্যবস্থা দূরীকরণে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রচেষ্টা চালাচ্ছে তা ইতিবাচক ও প্রয়োজনীয়।

  • বৈঠকের সার্বিক পরিবেশ ছিল ইতিবাচক ও আলোচনা-ভিত্তিক, যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক সমঝোতার একটি নতুন দিগন্তের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।