ঢাকাMonday , 5 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) এর নতুন কমিটি ঘোষণা

Link Copied!

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার সংগঠনের ২১তম সম্মেলন শেষে মোজাম্মেল হককে আহ্বায়ক ও আকাশ আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সত্যেন বোস পাঠাগারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাদেকুল ইসলাম সাদিক এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক। উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।

ঘোষিত নতুন কমিটিতে আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মতিয়ার রহমান, রাজেকুজ্জামান জুয়েল, আহমেদ আরাফ, আসাদুজ্জামান আসাদ, মো. ইহ্তেশাম মুহিব, ইয়াসির আরাফাত, তফসিরুল্লাহ, তাজবির আহমেদ ও হৃদয় হাওলাদার।

সম্মেলনে ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে বীরত্বপূর্ণ আন্দোলনের ইতিহাস। এসব লড়াইয়ে ছাত্র ফ্রন্ট সবসময় শিক্ষার্থীদের গণতান্ত্রিক দাবির পক্ষে দাঁড়িয়েছে।”

তিনি বলেন, “সান্ধ্য কোর্স বাতিল, ধর্ষণ-নিপীড়ন বিরোধী আন্দোলন, ডিজিটাল নিরাপত্তা আইনবিরোধী অবস্থান, গেস্টরুম-গণরুমের নির্যাতন ও মোদির আগমনের প্রতিবাদসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সংগঠন ছিল সোচ্চার। ২০২৪ সালের ডামি নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল ছাত্র ফ্রন্ট।”

সালমান আরও জানান, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে তোফাজ্জল হত্যাকাণ্ড, আছিয়ার ধর্ষণ-হত্যা, আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বলেন, “ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র ফ্রন্ট তার কার্যক্রম অব্যাহত রাখবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।