বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত পরিচালকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন শেষে সংগঠনটির পক্ষ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বোটোয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ গোলাম মোহাম্মদ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহসিন ইকবাল এবং ভাইস প্রেসিডেন্ট একেএম কামরুজ্জামান এবং সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম শরিফ।
অর্থ পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন নাফিস আহসান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. মোহাম্মদ রাশেদুল হাসান, ট্রেড অ্যান্ড ফেয়ার পরিচালক মোহাম্মদ শাহাদাত রশিদ, লিগ্যাল অ্যাফেয়ার্স পরিচালক নির্বাচিত হয়েছেন মো. আফসু হাউলাদার।
এছাড়া প্রশিক্ষণ ও শিক্ষা পরিচালক হিসেবে মো. মেহেদী হাসান, জনসংযোগ পরিচালক হিসেবে মো. আবু ইউসুফ এবং মিডিয়া ও প্রকাশনা পরিচালক হিসেবে রবিন লাল নির্বাচিত হয়েছেন।
বোটোয়া জানায়, সরকার অনুমোদিত এই সংগঠনটি দেশের আউটবাউন্ড ট্যুরিজম খাতের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) যৌথ স্টক নিবন্ধনপ্রাপ্ত এবং পর্যটনখাতে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে পরিচিত।
২০১৯ সালে বোটোয়া প্রতিষ্ঠিত হয়, তখন থেকে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইকবাল মাহমুদ। এরপরে দুইটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং মোঃ ইকবাল মাহমুদ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তৃতীয় সম্মেলনে সভাপতি হয়েছেন সৈয়দ গোলাম মোহাম্মদ বাদশা।

