ঢাকাSunday , 4 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

কামব্যাক কিং’ বার্সেলোনা: পিছিয়ে পড়েও জয়, ঘুরে দাঁড়ানো যেন অভ্যাস!

Link Copied!

‘কামব্যাক কিং’ বার্সেলোনা: পিছিয়ে পড়েও জয়, ঘুরে দাঁড়ানো যেন অভ্যাস!
নিজস্ব প্রতিবেদক

শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া, তারপর ঘুরে দাঁড়িয়ে জয়—ইউরোপিয়ান ফুটবলে ‘কামব্যাক’ বলতেই একসময় প্রথমেই মনে পড়ত রিয়াল মাদ্রিদের নাম। ম্যাচে ফিরে আসার দক্ষতায় যেন তারা ছিল অপ্রতিরোধ্য। তবে সময় বদলেছে। এখন সেই তকমা অনেকটাই যেন মানায় বার্সেলোনাকেই।

হান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনা যেন ঘুরে দাঁড়ানোর নতুন ব্যাখ্যা লিখছে। প্রতিপক্ষের আগে এগিয়ে যাওয়া যেন এখন আর বার্সার জন্য চিন্তার কিছু নয়। কারণ বারবার তারা প্রমাণ করে দিয়েছে, পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়।

গতকাল রাতেই তার প্রমাণ মিলেছে আবার। ভায়াদোলিদের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মাত্র ছয় মিনিটের ব্যবধানে রাফিনিয়া (৫৪তম মিনিট) ও ফারমিন লোপেজের (৬০তম মিনিট) গোলেই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

এই জয় শুধু একটি ম্যাচ জেতার গল্প নয়, বরং চলতি মৌসুমে বার্সেলোনার ধারাবাহিকতারই প্রতিফলন। ২০২৪-২৫ মৌসুমে লা লিগায় এটি পঞ্চমবার, যখন পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার এমন ‘কামব্যাক’ জয় এবার দাঁড়াল ৮টি। যার মধ্যে শুধু ২০২৫ সালেই আছে ৬টি জয়।

চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে কিংবা স্প্যানিশ সুপার কাপ—সবখানেই পিছিয়ে পড়েও বার্সেলোনার জয়ের গল্প যেন আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলছে ‘কামব্যাক কিং’ উপাধি।

বার্সেলোনার এই ঘুরে দাঁড়ানোর মানসিকতা শুধু দলের সামর্থ্য নয়, বরং দলের আত্মবিশ্বাস, পরিকল্পনা ও সাহসিকতারও প্রতিফলন। হান্সি ফ্লিকের বার্সেলোনা এখন শুধু জয় নয়, অনুপ্রেরণাও দিচ্ছে—হার না মানার।Facebook page Fc Barcelona

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।