আর্চারি বিশ্বকাপ খেলতে চীনের সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল
নিজস্ব প্রতিবেদক
আর্চারি বিশ্বকাপের স্টেজ টু প্রতিযোগিতায় অংশ নিতে চীনের সাংহাইয়ের পথে রওনা দিচ্ছে বাংলাদেশ জাতীয় আর্চারি দল। আগামী ৬ থেকে ১২ মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
এবারের আসরে লাল-সবুজ প্রতিনিধিত্ব করবে মোট পাঁচজন আর্চার। রিকার্ভ বিভাগে অংশ নিচ্ছেন তিনজন এবং কম্পাউন্ড ইভেন্টে থাকছেন দুজন আর্চার।
চলতি আসরে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশ আর্চারি ফেডারেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সেখানে প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, “এই প্রতিযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে বিশেষ করে কম্পাউন্ড বিভাগে র্যাঙ্কিংয়ে উন্নতি করাটাই অন্যতম লক্ষ্য।”
সাংহাইয়ের আসর বাংলাদেশ দলের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের বড় একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বমানের এই মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় বাংলাদেশের আর্চাররা।